কবিতা

তুই দূর্গা মা
    এ  কে মিজান

   
প্রেমের জগতে মন ডুবুরী ,তুই তো সবার মা,
তোর ইশারার চলে ভুবন সবাই  জানে তা॥

তোর ছোয়ায় জীবন হায়- পুতপবিত্র হয়,
তোর ভালবাসার আকাশে মানব স্বর্গ পায়।
তোর হাতে মা  যাদুর খেলা-
দুই হাত বাড়াঁলে দশ হাত হয়ে  মেলা
মা তোর হৃদয় কাকনএ হৃদয়ে বুলিয়ে যা॥

মনের আকাশে ডাকে যখন  দূর্গা মায়ের জয়,
কোথায় আছিস ওরে পাগল আয়রে ছুটে আয়।
তুই মা  কখনও কালি, তুই মা কখনও দূর্গা,
অশুরদের ধ্বংশের সাজে তোর কারিসমা॥

কল্পনার মৃত্যু
    এ কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
     MOB: 01712447711 EMAIL: MIZAN25180@GMAIL.COM.

প্রতিদিন একটা করে কল্পনার মৃত্যু ঘটে
আমি শ্রোতার মত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
অকালে ঝরে যাওয়ার দৃশ্য।

কল্পনা তুমি  বড় নির্মম নিষ্ঠুর নির্দয়
প্রতিদিন তোমার মৃত্যুতে এ ই মন কেঁদে উঠে
মনে হয় প্রতিদিন তোমাকে নিয়ে স্মরণ সভা করি।

তোমার মৃত্যুর দৃশ্য ধরে রাখি হৃদয় পটে
ধরে রাখতে চাইলে ও ধরে রাখা সম্ভব নয়!

তোমাকে ধরে রাখলে সমস্ত মৃত্যু আত্মা বিদ্রোহ
ঘোষণা করে নিশ্চিহৃ করে দেবে আমার আস্তিত

আমি শুধু দেখে যাব তোমার প্রতিদিনের
মৃত্যুর দৃশ্য......

পুস্তাক
    এ  কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
         MOB: 01712447711 EMAIL: MIZAN25180@GMAIL.COM.

পাপের রাজ্যে পৃথিবী ছন্দময়, জীবন যেন প্রবাহমান গতি।
নকের ছোয়ায় নক অমৃত সাধ লাভ করে আজ,
ফিরে তাকায় স্বর্গের ঘাস ফড়িং,
বৃদ্ধার গায়ের দুর্গন্ধ জন্ম নেয় মায়াময়ি পৃথিবীর রাত জাগা প্রেম।
পাপ জগতের কাছে প্রশ্ন করে -
তোমরা কেউ কি কখনও দেখেছো উলঙ্গদেহের রূপসীর নগ্ন স্বপ্ন ?

একদিন ভূ- পৃষ্ঠে ভুল করে আশ্রয়  নিয়েছিল - কলহ প্রিয় মানব জাতি,
একশত পঞ্চাশ হাজার বছর আগে, তরল থেকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে।
মানবতার মুক্তিতে আনন্দ উৎসব হয়েছিল- পন্ডিত ঋষী পুরোহিতদের সুরের তালে।
বলেছিলে- আত্মার শুদ্ধি আত্মার প্রেম জগৎ জীবন মানবের অলৈৗকিক দর্শন॥

একদিন  শ্রোষ্ঠাকে তারা দাওয়াত দিয়েছিল-মানবের মাঝে।
মানবের নিমন্ত্রন কবুল করতে শ্রোষ্ঠা মানবের জন্য উপহার নিয়ে এসেছিলেন-পুস্তাক।
মানব কল্যান সাধন করতে সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে বহমান করে তুলতে॥

অলিক রং
    এ কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
         MOB: 01712447711 EMAIL: MIZAN25180@GMAIL.COM.

লাশের পাশে বসে আছে আত্মী স্বজন জ্বি,
নয়ন ভরা অশ্রুসাগর  করার আছে কি?

গায়ের মাঠের পল্লীবালা  অনেকই সুনাম,
চলতো সে যে গায়ের জোরে করত  যে কুকাম।
এই পৃথিবীর আলো বাতাসের  দাম নেই যে কোন,
ই¯্রফিলের সিংগায় ফু বিনয় বাশি যেন।

হাজির মৃত্যু নিশান আজ্রঈলের ফান,
প্রানটা ছিনিয়ে নিয়ে যাবে রূহু জগতের স্থান।
পাপ পূর্ণের হিসাব নিকাশ  করবেন নোটিশ জারি
পৃথিবীর বুকে করেছো বালা  অনেক বাহাদুরী।

শেষ বিচার
    এ কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
     গঙই:০১৭১২৪৪৭৭১১, ঊগঅওখ : গওতঅঘ২৫১৮০@এগঅওখ.ঈঙগ.

প্রকৃতির সাথে বিচরণ আমার সূর্য্য ওঠা শুভ লগ্নের সুর,
হিমেল হাওয়া বহিছে জীবনে পিয়াস প্রেমের তৃষ্ণা র্দু॥

ফেলে আসা এক স্মৃতির সাগর দিয়েছি আমি পাড়ি,
তোমার প্রেমে জড়িয়ে  আমি পরেছি সাদা শাড়ী।
তোমাকে পাবার আগে তুমি বিদায় নিলে ভোর,
কান্না ব্যথা ক্ষুধা যতনা যন্ত্রনায় কবর॥

তোমার মত আপন করে পাব না আর কেউ,
তুমি আমার শেষ রজনী মানস্ প্রেমের ঢেউ।
তোমার নিয়ে আজকে আমার  স্মৃতির বাসর ঘর,
শেষ বিচারের দিনে থেকো আমার কর না তুমি পর॥

মাধুরীর জন্য
    এ কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
     গঙই:০১৭১২৪৪৭৭১১, ঊগঅওখ : গওতঅঘ২৫১৮০@এগঅওখ.ঈঙগ.
মনের মাঝে মন দেওয়া নেওয়া
ভালবাসার রাখি  হৃদয়ে বাধা,
তুমি আমার জলন্ত প্রেম আগুন
ঢুকরে ঢুকওে কাঁদা অন্তর সারসত্তার অহিনুকুল।

মাধুরী  তুমি  আজও কি আছ  আমার অপেক্ষায়,
সন্ধিক্ষণে সময়ের স্্েরাতের প্রবাহমান জীবন শেষে।
তারার মেলায়  প্রতিভার স্মৃতি আকাশে উড়িয়ে-
ঘুমান্ত পৃথিবী  জেগে উঠে- হতাশার বাশি নিয়ে
বাজাতে থাকে করুন সুরে।
সুরের তালে তালে  জীবনের কান্না সুর শোনা যায়।
মাধুরী তুমি কি কখন সে বাঁশির সুর শুনেছো ?

ঝিম ঝিম ঝিনাক ঝিনাক শব্দ বাজতে থাকে,
ভালবাসা, ভালবাসার প্রতিধ্বনি শোনা যায়,
 মন পোড়া হৃদয় নামক ঘরটিতে ।
মাধুরী তুমি কখনও  দেখেছো- সে ঘরটি।
আজ এই পড়ন্ত বেলায় এসে অসহায়
জীবন  দর্শন আবিস্কার করতে যেয়ে
সাদৃশ্য চিহৃ একেছি শুধু  তোমাকে নিয়ে ।


বই
    এ কে মিজান
     পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
      গঙই:০১৭১২৪৪৭৭১১, ঊগঅওখ : গওতঅঘ২৫১৮০@এগঅওখ.ঈঙগ.
হৃদয়ে হৃদয়ে কুঞ্জরে কুঞ্জরে ধরে রেখেছি ভাঙা আয়না ,
সেলফ্ এ সাজানো জ্ঞান উপলব্ধি  করা যায় না।

রতœকে যতœ করে রেখ না,
এক দিন দেবে বিষ মনস্ার ফনা।
তারই তলে ডুবে যাও -অনন্ত আধার দুর করে,
আলো জ্বেলে দেবে -হৃদয়ের ভাঙা আয়নায় ।

এমন পন্থা আমি পাব কই-
তার জন্য আছে শুধু বই বই আর বই ।

পাপকে আনিলো
    এ কে মিজান
    পশ্চিমটুটপড়া পোষ্টার বাড়ী খুলনা-৯১০০
     MOB: 01712447711 EMAIL: MIZAN25180@GMAIL.COM.

মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, সৃষ্টিকে করেছে দান
পাপের কারনে এজাতি হলো সর্বশ্রেষ্ঠ বেঈমান॥

জগৎ সৃষ্টি পাপকে ঘিরে নারীকে করল তারই বহমান,
পাপের দোষে পাপির কাছে আমার আহবান।
নারী মানে ছলনা ময়ি, ছলনাই সৃষ্টির সেবন,
যুগে যুগে তাই, নারী বিধাতায়, বুঝিলো না তার মন।
কেমনে বুঝিবে সসীম পুরুষ নারীদের আচরণ॥

নারীর গর্ভে জন্মনিলো পুরুষ সৃষ্টির মাঝে মা,
পিতা আদমকে সৃষ্টি না করিলে নারী আসিতো না।
যতটুকু আছে সৃষ্টি সুখে পিতার অবদান,
দুঃখ নিয়ে আসিলো নারী ,
পাপে পূর্ণ করিলো জগতো সকল ইনসান॥