ইসলামে মুসলিম
এ কে মিজান
খুলনা সাহিত্য মজলিস
প্রকাশনায় ঃ খুলনা সাহিত্য মজলিস
প্রকাশকাল ঃ ২০১৫ইং
প্রচ্ছদ ঃ সোমা পারভীন।
মূল্য ঃ একশত টাকা মাত্র
ISLAM A MUSLIM : A K MIZAN, MOB:01712447711, EMAIL : MIZAN25180@GMAIL.COM. PUBLISHED BY KHULNA SAHITTYA MASLISH 33, DOLKHOLA , ROAD, KHULNA .
ISBN-978-984-33-6651-1
PRICE:TK, 100.ONLY
উৎসর্গ
শ্রদ্ধেয় বাবা ও সহধর্মিণী এ কে কলিকে.......
সূচীপত্র
মু’মিন
হে খোদা তুমি জগতের আমিন,
তোমার পূর্ণ নিখীলে ভাসে দুনিয়ার দ্বীন।
তোমার কোরআনের বাণীতে আশ্রিত মু’মিন॥
দ্বীনই মুসলিম তোমার ঈমানের জোরে,
ছাড়িয়াছে ঘর, সংসার দুনিয়ার মোহ ত্যাগ করে।
তুমি দিয়েছো সততা, তুমি দিয়েছো এক্নি
তোমার কোরআনের বাণীতে ঝলস্ানো মু’মিন॥
তোমার নাম জপিলে হবে পূর্ণ্যরে দ্বীন,
তোমার দিদার পেতে ছুটেছে মু’মিন।
হে রাব্বুল আল- আমিন॥
তুমি ছাড়া বিশ্বে নেই কেউ রিজিক দাতা,
তুমি পরম করুনাময়, তোমার অসীম ক্ষমতা।
তুমি রিজিক দিয়েছো সবাইকে - দেখনি দ্বীন-বেদ্বীন
তোমারই নামের গুণে হতে চাই - মু’মিন॥
খোদার দিদার
খোদার দিদার পেতে ঘুরি পথে পথে,
কোরআনের বাণী, রসূলের হাদিস নিয়ে হাতে ॥
মরুভূমি প্রান্তর মক্কা মদিনা,
রসূলের আবাস্ ভূমি দ্বীনের ঠিকানা।
যে প্রান্তে জন্মেছে আমার রসূল,
আমি এক পাগল পথিক, পাই না তো কুল ।
প্রতি দিন প্রতি রাতে ফরমান নিয়ে হাতে,
কবে পাব খোদার দিদার নবীজি¦র সাক্ষাতে॥
আকাশে বাতাসে ভাসে আয্ানের সুর,
নবীর কল্মো জানি বেহেস্তের নুর।
তাই লয়ে আমি খুঁজি পথে পথে,
আমি এক ক্লান্ত পথিক, কেউ নেই সাথে॥
তবু আমি আছি এক প্রেম ভালোবাসায়,
খোদার দিদার পাব-এইটুকু আশায়।
জানি না কবে হবে খোদার দিদার,
এইটুকু করুনা কর Ñ তুমি খোদা আমার।
তোমাকে পাবার আনন্দে আমি উঠি মেতে,
আমি এক ক্লান্ত পথিক, পথ হারিয়েছি পথ॥
শুভ আগমন
শুভ আগমনে মুসলিম জাহানে হাসে আরব ময়দান,
আলো জ্বলেছে কোলাহল থেমেছে শান্তির আবাস স্থান॥
খুঁিশর ঝড় বয়ে চলেছে আরবের বুকে,
মরুভূমির তপ্ত বালু হাসে মহাসুখে।
মন ভাসে এক বিশ্ব নবীর জাহান,
হুরীরা সব ফুল ছড়িয়ে করে যে বয়ান॥
আরবের ফুল বাগান গন্ধে ভরে মরু সাহারা ধুলি,
পাখিরা ঊড়ে আকাশে আকাশে- মুহাম্মদ(সঃ)মুহাম্মদ(সঃ) নাম বলি।
তুমি যে আল্লাহ দোস্ত মানব কুলে শ্রেষ্ঠ সৃষ্টি মহান,
তোমারই সুপারিশে মাফ পাবে জগতের সকল ইনসান॥
ইসলামের শত্র
করো না ক্ষমা,করো না ক্ষমা - দাও তারে আঘাত,
ইসলামের শত্রুকে কর যে নিপাত।
ইসলামকে যারা পুঁজি করে ব্যবসা করতে চায়,
ইসলামকে যারা ধ্বংশ করতে চায়॥
মু’মিন তুমি এগিয়ে চল তোমার নাই ভয়,
তোমার সাথে খোদা আছেন তোমার হবে জয়।
তুমি চাও ফিরে রক্ষা করো দ্বীন ইসলাম ,
রসূলে বাণী আর খোদার কালাম।
সঠিক পথে চলার একমাত্র উপায়,
মু‘মিন তোমার নেই কোন ভয়॥
যারা কাফের দ্বীন হীন বেদুঈন,
ছলনায় পড়ে মুসলিম হারিয়েছে দ্বীন।
তারা রসূলকে নিয়ে ঠাট্ট করে যায়,
কখনও আবার ঈমান আমলের সুর গায়॥
আমার উম্মত
খোদা আছেন নিরাকারে, জগতের এই ঘূর্ণি ঝড়ে।
দোস্ত রসূল মুহাম্মদ(সঃ) সুরে, সৃষ্টির মায়ায় শ্রেষ্ঠত্বের আসরে॥
এক / দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরে,শেষ দিবসে,শেষ বিচারে।
বিশাল ময়দান রোজ হাসরে, খোদার দোস্ত সবার উপরে,
সুগন্ধি খুসবু চারিদিক ঘিরে॥
দ্বীনের নবী কেঁদে কেঁদে বুক ভাসায়,
উম্মতের লাগি ক্ষমা পাওয়ার আশায়।
আমার উম্মত, আমার উম্মত গোনাগার,
ক্ষমা করো, ক্ষমা করো, উম্মত আমার।
না বুঝে করেছে পাপ, স্বপ্নের ঘোরে,
বেহেস্তে দাও খোদা আমার উম্মতরে॥
ইসলামের স্বপ্ন
এই জগতের নয়ন মনি হেরা গুহায় বসে,
স্বপ্ন দেখে দ্বীন ইসলামের খোদার পরশ্ আসে॥
আসমান থেকে ছুটে আসে খোদার বাণীর নূর,
উম্মী মন পূর্ণ করে দেয় যে জ্ঞানের সুর।
আলোর জ্যোতি হৃদয়ে ভাসে, সেই জ্ঞান গিরির পরশ্॥ে
পড় তুমি প্রভূর নামে জগতের জানমাল যার,
খোদা দিলেন রহমত স্বরূপ আল-কোরআন উপহার।
সেই রহমতে জীবরীল ফেরেস্তা প্রতিনিয়ত আসে,
খোদার শ্রেষ্ঠ বাণী এসে নবীর কলবে ভাসে॥
হিসাব নিকাশ
বসন্তের ছোয়া যায় আসে, প্রকৃতির রং ভাসে ,
প্রেমের বাজনা হৃদয়ে বাজে কৈশরে মিশে।
রং বদলায় প্রকৃতি বদলায় নতুনের শ্রবণে,
প্রেয়সী বদলায় নতুনের গানগায় তারূনের পরানে॥
হেসে খেলে যাই, নীরবতা ঠাই, মিষ্টি মধুর নয়নে,
বয়স কখন চলে যায়,নেই তাকানো উপায়, সংক্ষিপ্ত এই জীবনে॥
সেদিন এসে খুব ভোরে ডাক দিয়ে গেল আজরিল,
শোন তুমি কান পেতে ফুরিয়ে এসেছে - তোমার জীবনের রীল ।
হিসাব নিকাশ কোষে হাতে দিল বিল, জীবনের সকল বসন্তে রয়েছে গরমিল।
প্রকৃতি তোমার দিকে তাকাবে না মুখ তুলে, আল্লাহকে ডাক তুমি তোমার প্রাণ খুলে।
তোমার হৃদয় শান্তি স্বরণে, কল্মোয় নিজেকে ধন্য কর- আসলে মরণে॥
আল্লাহ দয়া
আল্লাহ্ আল্লাহ্ নাম ধরে ডাকি বারে বার,
আসমান জমিন সৃষ্টি তাঁহার।
যাকে না সৃষ্টি করলে, সৃষ্টি হত না পৃথিবী,
সে যে আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ নবী।
মুহাম্মদ (সঃ) নামের মাঝে আল্লাহ্ পাকের সুর,
বিশ্বের যত যন্ত্রণা, যত প্রেষণা হয়ে যাবে দুর।
ভূ-লোকে কার সাধনায় থাক তুমি,
আল্লাহ্্ ও রসূলের নাম সব চেয়ে দামী।
এ নাম জপিলে পূর্ণের মাঝে আত্মা নবী,
পর জগতে পাবে তুমি শান্তির রবি॥
জ্বীন আর ইনসান পৃথিবীর বুকে ,
লড়াই করছে শুধু নিজেদের সুখে।
একদিন শেষ হবে তাদের গৌরব অহংকার,
মিথ্যাখাঁচা মিথ্যা মায়া জাল কার।
নবীর দুরূদ পাঠে শান্তি সুরোভী,
আল্লাহর বানী প্রচারে সত্যের নবী॥
এ মায়া
পৃথিবীর ভালোবাসার তাড়নায় আমার অহংকার,
আমার এ নষ্ট আত্মা, আত্মীয় হবে কার॥
শৈশব গেল সবুজের মাঝে, কৈশর গেল প্রেমে,
বার্ধক্যে হাতে লাঠি,এতটুকু জীবন ফ্রেমে।
একেছি অনেক গান, আশায় আশায় সব হলো মাটি,
ঈমান আমল ফেলে হতে পারিনি খাটি।
নীরব একাকি ভাবি বসে, এ আত্মা কার,
এ জীবন কার॥
যে রসূল এনে ছিল মহান আল্লাহ তালার বাণী,
নিজেকে তার উপর কোরবান করিনি,সমস্ত আয়ুকাল করিনি রোহাণী।
আমি যে গোলাম মাত্র আল্লাহ তালার ,
মনিব হওয়ার মত সাহস নেই যে আমার।
পৃথিবীর সমস্ত জাতির প্রতি একটাই শান।
আল্লাহ সৃষ্টির প্রতি বিশ্বাস রেখ, করো না অপমান।
আমার জীবনের মত তোমাদের জীবন হবে অন্ধকার ,
তোমরা যদি না পাও আল্লাহর দিদার
দ্বীনের ঠিকানা
মক্কা মদিনা, দ্বীনের ঠিকানা।
ইসলামী তাওহীদি মু’মিনের অন্তরে,
আমার নবী ঘুমিয়ে আছে- মদিনা শহরে॥
নবী আমার জগতের যাদু , তার বাণীতে ঝরে যে মধু।
উম্মী হয়ে নবী জগতে আসিলেন, সর্ব শ্রেষ্ঠ জ্ঞান ছড়ালেন।
জগতের কোন কিছু নয় তার তুললো, সত্যে বাণী এ জগতে জ্বললো।
আল্লাহ্ পাক খুঁশি হয়ে পাঠালেন কোরআন,পৃথিবীর মানবের মাঝে নবী করিলেন বয়ান।
হাজার বছর ধরে থাকবে জগৎ শিহরে, হেদায়েতে রসূলী বানী প্রচারে॥
তারই দয়ায় পার হবে পুলসিরাতের পুল,
তারই দয়ায় মাফ পাবে মানব কুলের ভুল।
তারই মায়া, তারই ছায়া, মানবের অন্তরে,
তারই প্রেম,তারই ফ্রেম, এ মনের ঘরে॥
পথ
ফুলে ফুলে সাজাও তুমি তোমার সম্মান,
আল্লাহ্ নাম ধন্য কর মু’মিন মুসলমান।
আখেরাতে পাইবা তুমি নবীজ্বির সান,
সততার মাঝে রাখ তুমি, তোমারই ঈমান॥
ক্ষণিকে চাওয়ার মাঝে তোমার জীবন,
রঙিনের মাঝে একো না তুমি তোমার দেহ মন।
পৃথিবী নামক নদীর ঘাটে ভিড়াইয়ো না তরী,
পর পারে হিসাব নিকাশে হয়ে যাবে দেরি।
পথ্ মত নির্বিশেষে তুমি হতো ভাগা,
দুনিয়ার ত্যাগেতে পাইবা আখিরাতে জায়গা।
তুমি কর, তুমি কর, অন্তর আত্মার জয় গান॥
কে আনিলো জগৎ খানিতে শ্রেষ্ঠ মধুর বানী,
মানবের লাগি যে করিলো তার জীবন কুরবানী।
যাহার প্রেরণায় সৃষ্টি হইলো এই নিখিল বিশ্ব,
তারই ছোয়ায় এ জগৎ সততার অসীম দৃশ্য।
সে যে আদম সন্তানের শ্রেষ্ঠ ফুল দানি,
নবীর কলবে এল আল্লাহ কুরআন খানি।
যা মানবের চলার পথে প্রবাহমান,
নবীকে ভালবাসা মুসমানের ঈমান॥
এ ভুবন
মানুষে মানুষে বেশামাল, এ কঠিন মায়া জাল।
জালায় জালায় জলছে জীবন,এই জগতের শুন্য আসন।
পারবে না তুমি পূর্ণ করতে,
আধার পেরিয়ে আলো ছড়াতে॥
জগতের যন্ত্রণা দুর করতে, আত্মার শান্তি যোগাতে,
পরজগতে পার পাওয়ার নিমিত্তে।
মুহাম্মদকে সাথি করে চল সঠিক পথে,
মুক্তি পাবে, শক্তি পাবে, ইসলামের তরীকাতে ॥
এ নহে শুধু সান্তনা, দ্বীন দারের ঈমান,
মিথ্যা জগতের সাথে মিশে যেওনা মুসলমান।
বেহে¯েতর শান্তির নিশাতে, পরপারে মাফ পাবার আশাতে,
ভুল না তুমি আল্লাহ পাকের সৃষ্টির রহস্যতে॥
শুন্য হমÍ
এ ভবেতে আসিলাম আমি শুন্য হস্ত নিয়ে,
আল্লাহর বানী শুনী রসূলের তরিকা দিয়ে॥
আত্মশুদ্ধি করতে আমি সর্বক্ষণ অ¯িতর,
রসূলের মহব্বত বুকে নিয়ে আমি হই চির বীর।
কোরআন হাদিস মনের পরশে মাখিয়ে,
রসূলের ছবি হৃদয় পঠে আঁখিয়ে॥
ভেসে চলা কাল প্রবাহ প্রত্যয়মান,
রসূল মানে জগতের শ্রেষ্ঠ সম্মান।
বেহেস্তের শান্তি সুখের সুসংবাদ সুনিয়ে
মানবের এই খেলতামাসার দু‘দিনের দুনিয়ে॥
দাওয়াতে স্কুল
তুমি চির অম্লান,
তুমি এ জগতের মান।
তুমি এলে ফুটলো ফুল,
তুমি জগতের বুলবুল॥
তুমি কল্পনা অতীত শ্রেষ্ঠ সৃষ্টি,
তুমি এই মানব কুলের সজাগ দৃষ্টি।
তুমি আল্লাহ দোস্ত মুহাম্মদ রসূল,
তুমি সৃষ্টি সুখের আনন্দে গাথা পবিত্র গোলাপ ফুল॥
তোমার মৃত্যুতে ঘরে ছিল না কেরোসিন ,
আধা কেজি আটা দুইটা জুব্বা একটি খাটলা সঙ্গিবিহিন।
তুমি চলে গেলে জগতের শ্রেষ্ঠ মুকুল,
রেখে গেলে ইসলামে দাওয়াতের স্কুল॥
হাজার সালাম
তোমার দিনের প্রতি হাজার ছালাম,
তোমার কলবে রয়েছে আল্লাহর কালাম।
তুমি ছাড়া এ দুনিয়ার সব কিছু অন্ধ,
তোমার প্রেমেতে ভাসে শান্তির ছন্দ॥
তুমি পেয়েছিলে নুব্যয়াতী নুর,
দীর্ঘ তেইশ বছরের আল্লাহর সুর।
কোরআনের পাতায় লেখা হুকুমের তরিকা,
ইসলামের তরী ছাড়া মুসলমান তুমি একা।
কোরআনের বানীতে আসে বেহেস্তের গন্ধ ,
তোমার প্রেমেতে ভাসে শান্তির ছন্দ॥
তুমি আল্লাহ দোস্ত জগতের মেহমান,
উম্মতের সাথি দো-জাহানে সুমহান।
আজও তুমি উম্মতের জন্য নীরবে কান্দ,
তোমার প্রেমেতে ভাসে শান্তির ছন্দ॥
পরশ মনি
আকাশ আমায় ডেকে বলে কর না পাগলামী,
রসূল এই জগতে দিলো প্রেমের পরশ মনি।
সেই প্রেমেতে ধন্য হলো তৃ-ভুবনের মানব কুল,
তুমি আমার প্রেমের স্মৃতি মুহাম্মদ রসূল॥
হীরাগুহা ছিল নবীর ধ্যানের গহনা,
সেখানে পেয়েছে নবী দ্বীনের ঠিকানা।
যে রসূলের প্রেমের ছোয়ায় জমিনে ফুটলো ফুল,
সে ফুলের ঘ্রাণে আজ মুসলমান মসগুল॥
কষ্ট আর ধৈর্য্য ছিল নবীর ঈমান,
নবীর গায়ে রক্ত ঝরিয়েছিল কাফের বেঈমান।
ইসলামের জন্য নবী সর্বত্যাগি ফুল,
তুমি আমার প্রেমের স্মৃতি মুহাম্মদ রসূল॥
তুমি শ্রেষ্ঠ
এই বিশ্ব নিখীলে শ্রেষ্ঠ তুমি, তুমি অন্তর যামী,
এই বিশ্ব নিখীলে তোমার চেয়ে নেই কোন কিছু দামী।
তুমি শ্রেষ্ঠ বুলবুল, তুমি মুহাম্মদ রসূল॥
আখেরী নবী তুমি ,তুমি এ নিখীল বিশ্বের প্রাণ,
জগতের মাঝে তুমি সুশীল মানবের হৃদয়ের কানন।
তোমার কলেমার বানী , তৃ-ভূবণ করিলো নূরানী।
তুমি শ্রেষ্ঠ আত্মার মানব প্রেমের মূল,
জগতের মাঝে তুমি নির্ভূল॥
আয়রে আয় তোরা,
আছিস যত জগতের পাহারা।
ভুল বুঝে ভুল করে যাস না চলে,
ইসলামের তরী ছাড়া নেবে নাকেউ তোকে কোলে।
মুহাম্মদকে ভুলে তুই পাবি না কোন কুল,
জগৎ সৃষ্টির শ্রেষ্ঠ মানব হেদায়েতের রসূল॥
ওয়াজকুরুনী
আলী ওমর ফারুক উস্মান, কেহ নাহি তার আমলের সমান।
আল্লাহর দোস্তর পরে জগতে তার স্থান॥
হুজুরের গায়ের সেরোয়ানী, মহব্বতের জোরে পেলো ওয়াজকুরুনী।
পৃথিবীর মাজারে শ্রেষ্ঠ তিনি, রসূলের তরিকার পরশ্ মনি।
সে তো পাগল প্রান,পেয়েছিল জগতের শ্রেষ্ঠ সম্মান।
আখেরী নবীর হৃদয় সুবাহান॥
নবীর আশা মিটিয়ে ছিল প্রিয় উম্মত সেজে,
জগতের পরে জান্নাতের সুসংবাদ বাজে।
এ আল্লাহ রহমতের সর্ব শ্রেষ্ঠ জ্ঞান,
ওয়াজকুরুনী দিয়েছিল হুজুরের আদর্শের প্রমান ॥
নয়ন মানি
আব্দুল্লাহ আমিনার নয়নের মনি,
নিখীল বিশ্ব করিলো নুরানী।
আলো ভরিয়ে দিলো কোরআনের বানী,
আল্লাহ তালার মেহের বানী॥
নবীর কর্মেতে ভাসে জান্নাতের শুনানী,
কোরআনের ত্রিশপারায় আল্লাহর বানী।
নবীর দুরূদ পড়ে মুসলিম কান্ডারী,
পর জগতে মাফ পাবে উম্মতের ভান্ডারী।
নবী আমার ইহকাল পরকালের শত সম্মানী,
নবী আমার বিশ্বভ্রমান্ডের শ্রেষ্ঠজ্ঞানী॥
অঁাঁখি জলে ভাসিয়েছে আমার নবী,
উম্মতের লাগি দিন নেই রাত নেই কুরবান সবি।
সৃষ্টির শ্রেষ্ঠ নবী জগতের পরশ মনি,
বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব রসূলের জবানী॥
মা ফাতেমা
মা ফাতেমা কেঁদে জারে জার,
পিতা আমার যাবে পর পার।
হাসান হোসেনের প্রিয় নানা জান,
পৃথিবীর শ্রেষ্ঠ মহামাতি প্রাণ॥
পিতার মহাপ্রানে কন্যাকে দেয় সান্ত¦না,
বেহেস্তে তোমার সাথে দেখা হবে সোনা।
ফাতেমার মনে এলো আশাভরসার বান,
দো-জাহানের শ্রেষ্ঠ মানবের দেহের অবসান॥
ফাতেমার আঁচলে বাধা বেহেস্তের চাবি,
রসূলের উম্মত বেহেস্তে যাবে এইটুকু দাবি।
রসূলের চোখে মুখে উম্মতের ছবি,
উম্মতকে একা ফেলে যাবে নাকো নবী।
ফাতেমা বলে এসে প্রাণের আব্বা জান,
তোমার উম্মতকে দাও আগে জান্নাতে স্থান॥
পাপকে আনিলো
মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, সৃষ্টিকে করেছে দান
পাপের কারনে এ জাতি হলো সর্বশ্রেষ্ঠ বেঈমান॥
জগৎ সৃষ্টি পাপকে ঘিরে নারীকে করল তারই বহমান,
পাপের দোষে পাপির কাছে আমার আহবান।
নারী মানে ছলনা ময়ি, ছলনাই সৃষ্টির সেবন,
যুগে যুগে তাই, নারী বিধাতায়, বুঝিলো না তার মন।
কেমনে বুঝিবে সসীম পুরুষ নারীদের আচরণ॥
নারীর গর্ভে জন্মনিলো পুরুষ সৃষ্টির মাঝে মা,
পিতা আদমকে সৃষ্টি না করিলে নারী আসিতো না।
যতটুকু আছে সৃষ্টি সুখে পিতার অবদান,
দুঃখ নিয়ে আসিলো নারী ,
পাপে পাপে পূর্ণ করিলো জগতের সকল ইনসান॥
মনের খাতা
মনের খাতায় লিখেছি তোমার নাম,
তুমি যে আমার নবী দুরূদও সালাম।
তোমার পরশ্ েভাসে খোদার দিদার,
তোমার জন্য মন কাঁদে বারে বার॥
তোমার আলোতে জগৎ আলোকিত হয়,
সাহারা মরু মাঝে খুঁজি যে তোমায়।
সাফা পাহাড় হীরা গুহা তোমার ধ্যানের ছোয়া,
যেখানে পেয়েছো তুমি খোদার উপহার॥
তুমি ফুল,তুমি পাখি, তুমি যে জগতের আঁখি।
তোমায় নিয়ে স্বপ্নে করি যে মাখামাখি।
তুমি নয়ন, তুমি তারা,
তুমি হৃদয়ের সাহারা।
তুমি যে মু’মিনের অহংকার,
তোমার জন্য মন করে যে হাহাকার॥
দয়াময়
তুমি ‘‘ল-ইলাহা- ইল্লাল্লাহু’’,
পৃথিবীর রক্ষক জাল্লেজালালু।
তুমি নর নারী দৃষ্টির কলাম,
তোমার সৃষ্টির প্রতি হাজার সালাম॥
‘‘সাল্লাল্লাহু আলায়হি অ- সাল্লাম’’
মহব্বত হৃদয় হেদায়তে কালাম।
তোমার অসীম দয়ায় জগতের আলো দেখলাম,
তোমার নবীর প্রতি হাজার সালাম॥
আল্লাহ তোমার দয়ায় চলে জাহানের জানমাল ,
তুমি মানব কল্যানে মুহাম্মদ(সঃ) পাঠিয়েছিলে রহমতের দিকপাল।
তোমার কৃপায় দুনিয়ায় এলাম,
তোমার ভালবাসা মুহাম্মদ (সঃ)এর মাঝে পেলাম॥
প্রিয় স্বামী
আআাল্লাহ অসীম কুদরতে একটি নাম,
মুহাম্মদ(সঃ)কে করলেন এ জগতে দান॥
রসূলের আচরণে মুগ্ধ হল খাদিজা ,
রসূল কে দিয়ে দেখালো অলৈীকিক মুজিযা।
চল্লিশ বছর আর পচিশ বছরের পরিনয়,
ভালবাসা কমতি ছিল না জগতের বিস্ময়।
ভালবেসে জয় করেছিল খাদিজার মন,
খাদিজা ছিল রসূলে সবচেয়ে আপন।
খাদিজার প্রানের স্বামী রসূলে আকরাম,
রসূলের সম্মার্থে সমস্ত সম্পতি করলেন দান॥
আল্লাহ অসীম কুদরতে পেলেন জগতের ক্ষমতা,
সাহস আর শক্তি যুগিয়েছিল খাদিজা মমতা।
মুহাম্মদ মানে জগৎ সততার উদাহরণ,
অন্তরকে পবিত্র করিবার শ্রেষ্ঠ আসন॥
স্বপ্নপুরী
স্বপ্নপুরীতে আজ ঘুনপোকা বাসাবেধেছে,
ফাট্ল ধরেছে আবেগের বালুচর।
সুবাসের আশায় জীবনের আনন্দ মেলা থেকে
কিনে আনা উত্তম স্বর্গ ঘর॥
দেখিনি চোখ মেলে আত্মার শান্তি সার,
দেখেছি শুধু রঙীন গ্লাসে ভালবাসার বাসর।
সে যে ছিল শুধু ভুল, নাহি পাই কুল, আত্মা স্বাধীনতার
মিথ্যা স্মৃতি, মিথ্যা কায়া, মিথ্যা জগৎ কামনা তোমার ॥
সে দিন ভালবাস ছিল, স্বপ্নছিল, ফুটপাতছিল পর,
আজ তারা কেউ নেই , নেই সেদিনের মধুমাখা আদর
কালের ¯্রােতে ভেসে গেছে, নৌকা নেই, হাল নেই ,পাল নেই তার,
পানির সাথে মিতালী করে এ জগৎ ডাকে হে পরোয়ার দিগার॥
ক্ষমা কর আমায়
তুমি ক্ষমা কর ,তুমি ক্ষমা কর আমায়,
আমি যে এক মহাপাপি তোমার দুনিয়ায়।
নিষ্পাপ জন্ম আমার তোমারই ভেলায়,
পাপ এল আনন্দ নিয়ে লোভ লালসার খেলায়,
ভুলে বসেছি তোমায়, ভুলে বসেছি তোমায়॥
কত যে আদর, কত যে কদর, মায়াভরা সংসারে ,
সব ছেড়ে আমি থাকব একা, অন্ধকার কবরে ।
আযাবের ফেরেস্তা ছুটে আসবে আমার ধারে,
চাইব ক্ষমা, পাইব না মাফ, অন্ধকার কবরে।
মৃত্যু ডাকে হাত বাড়িয়ে ছুটে আয় পাপি ছুটে আয়,
কোথায় পালাবে তুমি, পালানোর নাই উপায়॥
কখন চলে গেছে সময় এখন আর্ত্মনাদ শুধু-
আমি পাপি আমি পাপি ,তুমি করুনা কর আমায়
তুমি ক্ষমা কর , তুমি ক্ষমা কর আমায়॥
আমার নবী
নবী আমার জন্ম জন্মের কাফেলা,
নবী আমার হৃদয়ের ফুলমালা।
কাওসারের পানির মত পরিস্কার নবীর অন্তর,
ভালবাসার ঝর্ণাধারা আমার নবীর সহচার॥
ইসলামের সওদা নিয়ে নবী আসলেন,
কল্মা শাহাদাতের বানী প্রচার করলেন।
আল্লাহর নামের গুণে জগৎ পবিত্র ধার,
আল্লাহ সাক্ষাৎ পেলেন নবীজ্বি আমার॥
আমার সত্য নবীর মাঝে নেই কোন ভুল,
আল্লাহ নবীর দোয়া করলেন কবুল।
সবার আগে বেহেস্তে যাবে নবীর উম্মত,
আল্লাহ সব চেয়ে বড় রহমত।
অনেক নবীর সুপারিশ আমার নবীর উম্মত হওয়ার ,
আল্লাহর অঙ্গীকার - নবীর মহত্ব শুধু শেষ জামানার ॥
মঞ্চ
পৃথিবীর মঞ্চে যত না কর ,রং তামাসার খেলা,
ছুটির ঘন্টা বাজলে পরে থাকবে নাকো বেলা।
তুমি মুসাফির, নত কর শির, দেখ তুমি চোখ মেলে,
চারি দিকে চলে ভবের খেলা আল্লাহকে ভুলে॥
তুমি তোমার দিকে দেখ চেয়ে, কি আছে তোমার সাথী,
মৃত্যু আগে বাড়াও তুমি, তোমার চোখের জ্যোতি ।
পরপারে তুমি পাবে না ক্ষমা, এখন না রাখলে জমা,
পবিত্র প্রেমে চাও যে ক্ষমা, ডান হাতে পাবে আমলনামা॥
যে রসূল তোমায় দেখিয়েছে কোরআন হাদিসের মাঝে সঠিক পথের সন্ধান,
হীরা ফেলে তুমি কাঠের টুকরায়, সপেছো তোমার প্রান।
শত ভুল করে যদি ক্ষমা চাও, মহান আল্লাহ কাছে,
দেল কর সাফ, পাবে তুমি মাফ, তাকাবে না তুমি পাছে।
তুমি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, বুদ্ধিই তার প্রমান,
তোমার সেবায় আল্লাহর সৃষ্টি, সাতারো হাজার নয় শত নিরানব্বই জন॥
সুবাশ
ফুলের সুবাশে পাই যে আমি তোমার ভালবাসা,
তুমি যে আমার মহব্বতের নবী দ¦ীনেরই দিশা।
তুমি না এলে জগৎ থাকতো অন্ধকার,
উঠতো না সুর্য্য, ফুটতো না তারা, জগতের উপর॥
তুমি সাথি তুমি বিথি তুমি কল্পনা,
তুমি আকাশ তুমি বাতাস তুমি রব্বানা।
তুমি ¯্রােত তুমি নদী তুমি নায়ের হাল,
তুমি যে খোদার হাবিব রহমতের দিক পাল।
নাজাতের খবর শোনাও তুমি কোরআনের পাতায়,
তেইশ বছরে পেলে তুমি বিভিন্ন অবস্থায়।
তুমি উম্মী তুমি জহর তুমি যে সোনা,
তোমার সাফায়াতে মাফ হবে উম্মতের গোনা॥
নিরক্ষর বললে তুমি আল্লাহর স্বাক্ষর,
জীবরীলের আলিঙ্গনে পড় তুমি অক্ষর।
“ইক্করা বিসমি রাব্বিকাল্লাজি খালাক
খালাকাল ইনসানা মিন আলাক’’
মহান পবিত্রতায় তোমায় জানাই সালাম,
তোমার উপর নাজিল হলো আল্লাহর কালাম।
যে কালাম নিতে চাইনি আস্মান জমিন,
সে কালাম পেলে তুমি,পেলে তুমি দিন,
তুমি জ¦লেছিলে অগ্নির মত ধৈর্য্যরে সাথে,
কাফের মুশরিক তোমায় পারিনি কিনতে,
তুমি যে খোদার দোস্ত পারিনি চিনতে।
ভুল করে ফুল ফেলে বলেছে পাগল,
এতিম মুহাম্মদের মাথায় গোন্ডগোল॥
আবুলাহাব আবুফিয়ান তারাই তো চাচা,
দুষ্টু বুদ্ধিতে নয় তো কাঁচা।
তাদের অত্যাচারে তুমি ছাড়লে মক্কা,
হিজরতে মদিনায় তুমি পেয়েছো রক্ষা।
এতিম সন্তান তুমি, তুমি রাষ্ট্র নায়ক,
সর্বজ্ঞানে জ্ঞানী তুমি, তুমি জগতের স্বারক,
এ দ্বীনের মাঝে তোমার কঠিন সংগ্রাম,
মদিনায় পেলে তুমি প্রতিপত্তি সম্মান॥
তুমি
তোমার নুরে নুরানী মদিনা ময়দান
তুমি যে নুরের নবী মুসলমানের জান
তোমার তারিফে মসগুল আমি, যায় যদি যাক প্রান॥
সারা গায়ে নুরানী, কন্ঠে মধুর বানী।
কপালে নামাজের সাক্ষী,আসমান জমিনের রক্ষী।
সোনার রং এর দাঁড়ি হীরক উজ্জল দাত,
হৃদয়ে মাঝে আলোর ফুয়ারা জলে অন্ধকার রাত।
তুমি যে আমার নবী মুসলিম জাহান,
তোমার তারিফে মসগুল আমি, যায় যদি যাক প্রান॥
তোমার তারিফে ভাসে সপÍম আস্মান,
তোমার ভালবাসায় প্রান পাখি গায় গান।
তুমি যে নুরের নবী উম্মতে মহান,
তোমার তারিফে মসগুল আমি, যায় যদি যাক প্রান॥
সাফায়াত
নবীর সাফায়াত ছাড়া বেহেস্তে যাবে না কেহ,
দোযখে আগুনে পুড়বে কেবল নবী ভ্রষ্ট দেহ।
কিয়ামতের দিবসে বিচার হবে জগতের কর্ম,
কোরআন হাদিস মেনে চলা নবীর ধর্ম॥
ধর্ম নিয়ে মুসলমান করনা বাড়াবাড়ি,
ইসলাম আল্লাহ দান নবীর হুশুয়ারী।
নবীর আদর্শে চলার জন্য ইসলামের জন্ম,
শান্তির ধর্ম ইসলাম কোরআনের সার মর্ম॥
এসো মুসলমান ভাই, নবীর গুণগান গাই,
এ ছাড়া পুলছিরাত পার হওয়া উপায় যে নাই।
নিজেকে বাচাঁর ও সক্ষম রাখার একমাত্র ধর্ম,
নবী তরিকায় চলা জগতের মানবের কর্ম॥
ইসলামে দ্বীন
আমি খুঁজি সেই মু’মিন ইসলামে দ্বীন,
আখেরী নবী আমার হিদায়েতের আল-আমিন।
আকাশে বাতাসে আসমান জমিনে যে নুরের আলো,
এ তৃ-ভুবনে ইসলামের বানী আল্লাহ পাঠালো।
সে আমার দ্বীনের নবী মুহাম্মদ রসূল,
আলোর দিশারী জগতের বুলবুল।
ভুলান্ত পৃথিবী হৃদয়ে গমন,
কোরআনের বানীতে জগৎ ও জীবন।
্আল্লাহ বানী নবী প্রথম পাঠ করল,
কিছুই না বুঝে নবী উম্মী উম্মী বললো॥
কোরআনের ভারে নবী জ্বরে তে কাতর,
খাদিজার মহব্বতে সাহসি সাতর।
প্রতি নিয়ত জীবরীল আমিন আল্লাহ বানী নিয়েএল,
নবীর কলবে তা প্রতিস্থাপন করল॥
জাহান্নামের ঠিকানা
আল্লাহ আমার মনের মাঝি হৃদয়ের ফুলমালা,
নবী আমার সুন্নাতে তরিকা হাতের কাকন বালা।
সৃষ্টি আমার পৃথিবীর মাঝে ভালবাসা ঝরা সন্ধান,
মানুষ হল শ্রেষ্ঠ আমল মুহাম্মদেরই প্রান॥
প্রতিপত্তি আর পৃথিবীর স্বর্গ আলো ,
এ দুনিয়ার চেয়ে পর দুনিয়া ভাল।
ভুলেছি আল্লাহ ভুলেছি নবী ভুলেছি তার কোরআন,
হতভাগ্য মানুষ পাই আমি দুনিয়াতে সম্মান॥
আমার যতœ আমার রতœ আমার অহংকার,
পৃথিবীর মায়ায় আমি ভুলেছি ও পার।
আমার আল্লাহ আমার নবীর করিনি সম্মান,
পর জগতের ভেলা হবে আমার জাহান্নামে স্থান॥
জীবন প্রদ্বীপ
জীবন প্রদ্বীপ নিভে গেলে সব ভুল ছিল পৃথিবীর উপর,
আমলনামার খাতা খানি কাপে থ্র থ্র॥
এত বাড়াবাড়ি এত অহংকারী এত তোমার জ্ঞান,
ওপারের যেয়ে পাবে না তুমি তোমার অহংকারের সম্মান।
নবীর সাফায়েত ছাড়া সমস্ত আত্মা ধু ধু বালুচর,
কেন মিথ্যে আপন ছিল তোমার জগৎ সংসার॥
তুমি ভিক্ষারী ওপারের বাড়ী শুন্য তোমার থলি,
নরকের আগুন তোমার আপাদমস্তক দলি।
তোমার অহংকার চুর্ণবিচুর্ণ হবে না পাওয়া বেদনা,
ঘুষ দিয়ে যাবে না কেনা ওপারের আমলের খাতা খানা ।
এ পারেতে তুমি ভুল তাই, ওপারের জগৎ হল্ োপর,
কঠিন আযাব হবে তোমার কবরের উপর॥
আত্মিক মোহ
জাগতিক মোহতে ডুবিয়েছি অন্তর,
এ আত্মা পঁচে গেছে, আত্মী হবে না তার॥
সে সততার রসূল শ্রেষ্ঠ সৃষ্টি কল্মো মান,
তারই ঈমানের জ্ঞানে জ্ঞানী এ ভুবন।
স্মৃতি রেখায় ভেসে বেড়ায় আকাশি রঙের বার,
নবীর দ্বীনের প্রতি শ্রদ্ধা হাজার ॥
সৃষ্টি সেরা যে জন মুহাম্মদ রসূল,
এই পাপিষ্ঠ আত্মাকে তুমি কর যে কবুল,
তোমার মহব¦তে যদি পাই মুহাম্মাদী ফুল।
এ ছাড়া কোন আমল নেই যে আমার॥
শান্তির ফুল
নবী আমার আত্মার শান্তি, নবী আমার জীবনের ফুল,
নবী আমার শ্রেষ্ঠ কথা, মিষ্টি মধুর বকুল॥
নবী নাম যপে যে জন আখেরাতে পাবে মাফ,
শান্তির বাগানে বসে কর যে দেল সাফ।
শান্তি শান্তি আছে জগতের মাঝে,
আল্লাহ রহমত নবীজ্বির কাজে।
নবী আমার হৃদয়ে আয়না ভালবাসার দুল॥
নবী আমার হৃদয়ের আঙিনা,ইসলামী জোসনা,
নবীর মাঝে খুঁজে পাই আমার দ্বীনের ঠিকানা।
নবীর পায়ে মাথা ঢুকিয়ে ক্ষমায় আকুল,
হে আল্লাহ মাফ কর আমার ভুল॥
বিচার
শেষ বিচারের দিনে, নবীজ্বির জবানে,দেখা হবে জনে জনে।
কথা হবে তার সনে ,আমল আছে যার ঈমানে॥
সে হবে নবীর সাথি,পালন করেছে নবীর সুন্নাতি,
আল্লাহ আদেশ মান্য প্রভাতি, মাকলুকাত শ্রেষ্ঠ জাতি।
হে রসূল তোমার চরণ তরীতে একটু ঠাই চাই,
তুমি ছাড়া এ জগতের সব কিছু ছাই।
তোমার সুন্নাত ছাড়া সর্বহারা নিষ্ঠুর এ জাহানে,
শয়তানের ওয়াস্ওয়াস্ায় কোরআন না মানে॥
প্রকৃতির দরিয়ায় তুফান এলে ভয় সবে পায়,
হৃদয়ে কল্পিত নয়নে আল্লাহকে চাই।
সবকিছু আল্লাহ সৃষ্টি মানব তাহা জানে,
পাপ পূর্ণে বিচার হবে আখেরী ভুবনে॥
রসূলের মহব্বত
তুমি আমার প্রানের স্বামী,
চাই শুধু তোমার মহব্বত খানি।
তুমি নুরের নবী মুহাম্মদ ,
তোমার ভালবাসায় নেই কোন খাদ॥
উম্মতের জন্য তুমি সপেছো মনপ্রান,
আল্লাহ কাছে বলেছো শুধু বাঁচাও আমার উম্মতের সম্মান।
আমার উম্মতের পাপ মোচন কর আমি বলি আহাদ,
আমার উম্মতকে নিয়ে বেহেস্তে যাব এইটাই আমার সাধ॥
আমার জনম হলো উম্মতে লাগি,
আমার তরিকার তারই তো ভাগি।
উম্মতের ভালবাসা আমার দেহের নদ,
যে উম্মত আমার তরিকায় চলে না তার উপর লালদ॥
স্বপ্ন পূরণ
মনের মসজিদে বসে আকি যে তোমার ছবি,
তুমি যে হৃদয়ের সাধ অন্তর আখেরী নবী ॥
কবে পাব তোমার সাক্ষৎ- গভীর নুরের রাতে ,
যে নুরের আলোয় আলোকিত - হৃদয় আমার মাতে।
মদিনা নগরিতে তোমার ছোয়ায় গোর আযাব মাফ হবে,
আল্লাহ মু‘মিন বান্দা সেখানটাতে রবে।
মদিনা রওজায় দাফন দিও এ আমার দাবী,
নবীর পাশে শুয়ে নিতে পারি বেহেস্তের সুরোভী॥
আমার স্বপ্নপূরণ কর হে রহিম দয়াময়,
নবী গলার মালা হয়ে আমার হৃদয় রয়।
শয়নে স্বপ্নে রাতে দিনে আমার সান্ত¦না,
প্রেমভালবাসার নবী একবার স্বপ্নে এসো না?
তবে আমি ভুলে যাব পৃথিবীর মিথ্যা মায়া সবি,
নবীর চরণে রাখবো আমি আমার হৃদয়ের চাবি॥
দান
মরুর তরে বালুর পরে ,উঠলো মেতে বুলবুল ,
মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রসূল॥
বিশ্ব সৃষ্টির বাহক খোদার হেদায়েতের লাগি প্রান,
উম্মতের জন্য করেছেন তিনি আজীবন সংগ্রাম।
বদর খন্দক উহুদে এলো নবীজ্বির সম্মান,
কঠিন বিপদে ছেড়েছেন তিনি মক্কা নগরী স্থান।
কখনও নিজেকে করেননি তিনি ধৈর্য্যহীন শুল,
সে যে আমার দয়ার নবী রহমতের বকুল॥
সসীম মানব পারবে না শেষ করতে তারই গুনোগান,
খোদা তাকে দিয়েছেন পরম জ্ঞান ।
মানব কল্যানে উৎসর্গ হল-কোরআনের তিমুল,
রসূলে পথটি হল সম্পূর্ণ সঠিক নির্ভুল॥
ইসলামে মুসলিম
সুতীক্ষ্ম চোখে, বাকা শশী মেখে।
গোটা গোটা চুম্বন হৃদয়ের আয়নাতে,
হজরে আসোআদ লুকিয়ে থাকে ম’ুমিনের প্রেমেতে,
ভালবাসা রেখেছো তুমি হজ্জের মেলাতে ॥
তাওহিদি নামের মাঝে তহিদি মর্ম সুর,
তুমি ইসলামে মুসলিম অশান্তি দুর।
তুমি দুর্গম পাহাড়, তুমি উদ্দমী হাসি,
তুমি শান্ত সমদ্র,তুমি নীরব ঝর্ণা,
ঈমানের ভুবনে তুমি ভয়ংকর বন্যা।
রং তুলির জীবনের সাথে ,
আল্লাহ তুমি আছ মিশে জগতের আঁখিতে ॥
ত্রি-তরঙ্গের স্বপ্নের ঘোরে,তুমি আছ পৃথিবীর তরে।
তুমি সর্ব ভালবাসার ¯েœহের আদম সন্তান,
তোমার ইসলাম ধর্ম মুসলিমের শ্রেষ্ঠত্বে প্রমাণ।
তোমার কোরআনের সুন্দর সুরেতে,
মুসলিম জাতি উঠে আনন্দে মেতে ॥
লেখকের প্রকাশিত গ্রন্থ
জীবন যখন থেমে যায়, বোঝাতে পারিনি, সংকেত, মারূফা, অন্তরে অঞ্জলি, যে দিন লাশ হয়ে ফিরবো, বাঙালীর অধিকার, শুন্যতায় ঘেরা সুন্দর,৭১ এর হারানো দলিল।
এনামুলকবির মিজান। লেখার জগতে এ কে মিজান নামে পরিচিত। ১৯৮০সালে ৬ অক্টোবর খুলনা জেলার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মাহমুদ আলী, মাতা জবেদা বেগম। সহধর্মিণী এ কে কলি, একমাত্র কন্য সন্তান তাসফিয়া মিজান তিথি। শিক্ষাগত যোগ্যতা বি এ অনার্স ,এম এ দর্শন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু মহিলা কলেজ, চিতলমারী, বাগেরহাট এ কর্মরত আছেন।